| |
               

মূল পাতা আন্তর্জাতিক বাড়তি দাম ঠেকাতে সরাসরি ভোক্তাদের কাছে এলপিজি বিক্রি করবে সরকার


বাড়তি দাম ঠেকাতে সরাসরি ভোক্তাদের কাছে এলপিজি বিক্রি করবে সরকার


আন্তর্জাতিক ডেস্ক     25 June, 2025     02:10 PM    


বাজারে সরকার নির্ধারিত দামের তুলনায় ২০০ থেকে ৪৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) উৎপাদিত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)। এতে করে ভোক্তারা কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় সরাসরি ভোক্তাদের কাছে এলপি গ্যাস পৌঁছানোর উদ্যোগ নিয়েছে বিপিসি।

বিপিসির চেয়ারম্যান মুহাম্মাদ আমিন উল আহসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সরকারি তত্ত্বাবধানে ভোক্তাদের হাতে সুলভ মূল্যে গ্যাস পৌঁছে দিতে একটি নীতিমালা প্রণয়নাধীন রয়েছে বলে জানিয়েছেন বিপিসির চেয়ারম্যান মুহাম্মাদ আমিন উল আহসান।

তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের আশা করা হচ্ছে।

বর্তমানে বিপিসির সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত মূল্য ৮২৫ টাকা হলেও, বাস্তবে তা ১ হাজার থেকে ১ হাজার ৩৫০ টাকায় বিক্রি করছেন পরিবেশকরা। 

সর্বশেষ ৪ মে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রকাশিত মূল্য সমন্বয় আদেশ অনুযায়ী, বেসরকারি খাতে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের ভোক্তা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৩১ টাকা।

অপরদিকে, সরকারি কোম্পানির ডিপো থেকে পরিবেশকরা সাড়ে ১২ কেজির সিলিন্ডার সংগ্রহ করছেন ৭৮৪ টাকায়। এর সঙ্গে স্থানীয় পরিবহন ব্যয় ২১ টাকা এবং পরিচালন ব্যয় ২০ টাকা যুক্ত হলে, সরকারি এলপিজির নির্ধারিত ভোক্তা মূল্য দাঁড়ায় ৮২৫ টাকা। অথচ বাস্তবে এই সিলিন্ডার অনেক ক্ষেত্রেই ১ হাজার থেকে ১ হাজার ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।